জগন্নাথপুর প্রতিনিধি
‘জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই পাই’-প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দমক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম প্রজেক্টরের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা প্রচারনামূলক তথ্য উপস্থাপন করেন। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দৈনিক সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ প্রতিনিধি মো. আব্দুল হাইসহ সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
