স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি পোস্ট করা অভিযোগে সিলেটের উপশহর থেকে ১ বৃদ্ধকে আটক করেছে র্যাব-৯।
গত শনিবার সন্ধ্যায় অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মো. গোলাম সরোয়ার (৬৪) কুলাউড়া উপজেলার বিজলি গ্রামের (বর্তমানে সিলেটের লন্ডনি রোড) মৃত গোলাম নবীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম।