তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গতকাল সোমবার সকাল ১১টায় বালিজুড়ি ইউনিয়ন যুবলীগের ব্যানারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অণুষ্টিত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল ব্রীজের উপর পূর্ব শত্রæতার জেড় ধরে দক্ষিণকূল গ্রামের দিল মুহাম্মদ,জাকারিয়া,কিবরিয়া ও জুয়েলের নেতৃত্বে একদল যুবক এলোপাতারিভাবে মারিপিট করে গুরুতর আহত করে। গুরুতর আহত জিয়া উদ্দিনকে আনোয়ারপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ ব্যানারে একটি প্রতিবাদ মিছিল আনোয়ারপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ নেতা মানিক মিয়া,হিমেল মিয়া,বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য নুর আহমদ, ছাত্রলীগ নেতা জাকারীন আলম, হিরণ মিয়া, মিশু মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানান।
