সিলেটের প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরীর ২১তম গ্রন্থ ‘প্রকৃতি ও পরিবেশ’ প্রকাশিত হয়েছে। প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, মাটি ও পানিদূষণ, পরিবেশ সংরক্ষণে গাছপালার ভূমিকা পরিবেশ সুরক্ষায় পাখির প্রভাব ও অবদান,প্লাস্টিকের আগ্রাসন, বন্য প্রাণী সংরক্ষণ, নদ-নদীর প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে মোট ২১টি লেখা স্থান পেয়েছে বইটিতে। মুখবন্ধ লিখেছেন কবি, প্রাবন্ধিক, গবেষক, স্বর্ণপ্রদকপ্রাপ্ত কৃষি প্রযুক্তিবিদ সিরাজুল করিম। প্রচ্ছদ এঁকেছেন মুহাম্মদ লুৎফুর রহমান। মুখবন্ধে বলা হয়েছে ‘আফতাব চৌধুরীর’ লেখনী থেকে কোনো বিষয়ই বাদ যায় না, সাধারণ ঔষধি উদ্ভিদ থেকে শুরু করে পরিবেশ, গাছপালা সবই তাঁর লেখনীর বিষয়। দৈনন্দিন জীবনে আমরা যারা ব্যস্ত, সবসময় পত্র-পত্রিকা বা টিভি দেখার সুযোগ পাই না তাদের জন্য এটি একটি চমৎকার বই হিসাবে বিবেচিত হতে পারে।
বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০টাকা। পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে। বৃক্ষরোপণে জাতীয় স্বর্ণপদক ও শ্রেষ্ঠ করদাতা, লন্ডন থেকে বিএনএসএ, ভারত থেকে হুসল অ্যাডুকেশনাল ফাউন্ডেশন পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কারে আফতাব চৌধুরীর লেখা অন্যান্য বই যেমন প্রকৃতি ও জীবন, হাসতে নেই মানা, চেতনায় আলো অনির্বাণ, অবদানে অমলিন, কালের সাক্ষী, কৌতুক, নজরুল প্রতিভার নানা দিগন্ত দেশ-দেশান্তর ইত্যাদি দেশ-বিদেশের পাঠকমহলে বহুল প্রশংসিত হয়েছে। বিজ্ঞপ্তি
