সবুজ সিলেট ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই-এ। এছাড়া নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
আজ শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
এদিকে চীন থেকে আসছে করোনা টেস্টের জন্য ১০ হাজার কিটস আর ১০ হাজার মেডিক্যাল ইকুইপমেন্ট। যেকোনো সময় চাটার্ড প্লেনে করে মেডিক্যাল ইকুইপমেন্ট দেশে পৌঁছাবে। বেসরকারি কোম্পানিও মেডিক্যাল ইকুইপমেন্ট আনবে।
শনিবার ( ২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
এসময় বিদেশে থাকা প্রবাসীদের বাংলাদেশ সফর এড়িয়ে চলারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, দুঃশ্চিন্তার কারণ নেই। পররাষ্ট্র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জরুরি সার্ভিসের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে।