সোমবার রাতে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সী এক মহিলা মারা গেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় ওই মহিলা মারা যান।
তিনি আরও জানান, কিডনির সমস্যা, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। সিভিল সার্জনের সাথে পরামর্শ শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে