সবুজ সিলেট ডেস্ক
লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জের আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম বদরুল হক বয়স ৬৫। তিনি গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১২টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার চাচাতো ভাই আমিনুল হক জিলু জানান, বদরুল হক দীর্ঘদিন থেকে হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে এক সপ্তাহ চিকিৎসাধিন থাকার পর গতকাল মৃত্যুবরণ করেন।