করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয়জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার তাদের সাময়িক বরখাস্ত করে দুটি আদেশ জারি করে।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) হীরম্ব চন্দ্র রায় এবং মেডিকেল অফিসার ফারহানা হাসানাত, উর্মি পারভিন ও কাওসার উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফজলুল হকের বিষয়েও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নভেলে করোনাভাইরাসের মহামারীর প্রেক্ষাপটে সরকার উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে পুরোপুরি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্যই প্রস্তুত করেছে।
কিন্তু ওই ছয় চিকিৎসক হাসপাতালের ‘কোভিড-১৯’ কেন্দ্রে সেবা দিচ্ছেন না জানিয়ে গত ৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি পাঠান হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন
সেখানে বলা হয়, হীরম্ব চন্দ্র রায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আর ফারহানা হাসানাত ১৫ ফেব্রুয়ারি থেকে, উর্মি পারভিন ৩১ মার্চ থেকে এবং কাওসার উল্লাহ ২১ মার্চ থেকে অনুমোদন ছাড়াই কর্মস্থলে আসছেন না।