স্টাফ রিপোর্টার
সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ সয়াবিন তৈল ও ছোলা বুটসহ সৈয়দ ফয়সাল আহমেদ (৪২) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তিনি দক্ষিণ সুরমার খানুয়া এলাকার মৃত সৈয়দ ইব্রাহীম আলীর ছেলে।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৪ টা ১৫ মিনিটে নগরীর ঈদগাহ বাজার মজুমদার পাড়া খেয়াঘাটস্থ মেসার্স আবির ষ্টোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুষ্টি সয়াবিন তৈল ১৪৩৮ লিটার, পুষ্টি সয়াবিন তৈলের ১৩ টি খালি কাটুন এবং ১২৫ কেজি ছোলা বুট জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ওবাইন।