চট্টগ্রামের সীতাকুণ্ডে সিগারেটের ধোঁয়া নিয়ে তর্কের জেরে হামলায় দুই তরুণ নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরে হামলার শিকার হওয়ার পর শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা মো. জাহিদ ও মো. শাহীনের বয়স আনুমানিক ২৪-২৫ বছর। তারা পরস্পরের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, বুধবার রাতে পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার রেল লাইনের পাশে একদল তরুণের আড্ডার মধ্যে ‘সিগারেটের ধোঁয়া নাকে লাগা নিয়ে’ ঝগড়া হয়।
সেই ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ভূমি অফিসের কাছে একদল তরুণ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। ওই হামলায় জাহিদ ও শাহীন গুরুতর আহত হন।
রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান ওসি ফিরোজ মোল্লা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার রাতের ওই ঝগড়ার পর তরুণদের ওই দলটি বিভক্ত হয়ে পড়ে। সমোঝতার জন্য জাহিদ ও শাহীন এক পক্ষের হয়ে কথা বলতে গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার কথা কাটাকাটি হয়। এরপরই হামলার ঘটনা ঘটে।