সবুজ সিলেট ডেস্ক
সিলেটবাসীর ঘনিষ্ঠজন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন শোকবার্তায় বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, শিক্ষাবিদ ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী কেবল সিলেটের সুসন্তান নন তিনি ছিলেন বাংলাদেশের কৃতিসন্তান। একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত মরহুম জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদান রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি হারালো তার এক সূর্যসন্তানকে।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।