আন্তর্জাতিক ডেস্ক
পুলিশ আগেই সতর্ক করেছিল৷ তারপরও করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল দু’জনকে৷ এরা কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা৷
ধৃতদের নাম নবীন পোদ্দার ও পার্থ শর্মা৷ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর পরই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়৷ শুক্রবার ওই দু’জনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷
অন্যদিকে লকডাউন অমান্য করে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে এক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ৷ যে গাড়ি নিয়ে তারা ঘুরছিলেন সেটি দক্ষিণ কোরিয়া দূতাবাসের গাড়ি বলে পুলিশকে জানায় ওই ব্যবসায়ী৷
বৃহস্পতিবার রাতে কলকাতার রাসেল স্ট্রিট এবং মিডিলটন স্ট্রিটের ক্রসিংয়ে নাকা চেকিং চলছিল৷ সেই সময় ওই পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের সময় এরা প্রত্যেকেই মদ্যপ ছিল বলে খবর৷ ধৃতদের মধ্যে ২জন মহিলা,বাকি ৩ জন পুরুষ৷
লকডাউন শুরুর পর থেকে রাস্তায় গাড়ির সংখ্যা কমে গিয়েছিল। তাই রাতের দিকে নজরদারি একটু ঢিলে থাকতো। কিন্তু সম্প্রতি গাড়ি চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ছাড় মেলায় গাড়ির সংখ্যা রাস্তায় বেড়েছে। আর সেই কারণেই রাতের তল্লাশিতে আরও কড়া হতে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন৷ সেই মতো শুরু হয়েছে তল্লাশি।
এছাড়া শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা পুলিশ ২২৮ জনকে গ্রেফতার করেছে৷ এদের বিরুদ্ধে লকডাউন লঙ্ঘন করার অভিযোগ৷ এদের মধ্যে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরার জন্য৷ এবং যত্রতত্র থুতু ফেলার জন্য ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি৷