সবুজ সিলেট ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ মে) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি জানান, কনস্টেবল তোফাজ্জল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখার প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়।
ওসি আরো জানান, সকাল পৌনে নয়টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাড়ির পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল।
তোফাজ্জলের স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তার করোনাভাইরাসের নেগেটিভ আসে। তারপরেও তিনি অতিরিক্ত চিন্তা করতেন। একপর্যায়ে খাওয়া ঘুমও ছেড়ে দিয়েছিলেন। অতিরিক্ত চিন্তার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারপরেও তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।