শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুদক কর্মী খলিলুর রহমান মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন।
বিকাল ৪টার দিকে যখন তার সঙ্গে কথা হয়, তখন খলিলুর রহমানের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
তবে দুদকের এই কর্মী কখন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আলাউদ্দিন আল আজাদ ।
কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, “খলিলুর রহমান বহু বছর ধরে দুদকে কাজ করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু দুঃখজনক।”
এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।