স্টাফ রির্পোটার::
সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন পূর্ব সাদাটিকর এলাকা থেকে ১৩৮৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর সদস্য অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটক দুজন হলেন- জকিগঞ্জ উপজেলার শাহবাগ গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. হারেছ (৩৫) ও একই উপজেলার শাহজালালপুর গ্রামের মৈয়ব আলীর ছেলে বিলাল আহমেদ (৪৩)।
উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।