স্টাফ রিপোর্টার
সিলেটে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস শনাক্ত হয়।
শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এ নিয়ে সিলেট বিভাগের মোট ৪৫৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে শুধু সিলেট জেলায় করোনাভাইরাইসে আক্রান্ত ১৮৬ জন।
দেশে প্রথম করো্না আক্রান্ত রোগী শনাক্ত হন গত ৮ মার্চ। আর সিলেটে প্রথম শনাক্ত হন ৫ এপ্রিল।