সবুজ সিলেট ডেস্ক ::
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এনায়েত বাজার মহিলা কলেজ সংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহিদুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৪টি গাড়ি আগুন নেভাতে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান তিনি।