আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাজ্যে বসবাসরত প্রতি পাচঁ জন বাংলাদেশির মধ্যে চার জনই মনে করেন তারা ব্রিটিশ পুলিশের কাছে পক্ষপাতমুলক আচরণের শিকার হন। ব্রিটিশ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হোপ নট হেইট পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। ব্রিটেন জুড়ে চলা বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মধ্যে প্রায় এক হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে গত ২০ আগস্ট ফলাফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জরিপের ফলাফলে দেখা গেছে, ব্রিটেনে বসবাসরত ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনোরিটি (বিএমই) কমিউনিটির দুই তৃতীয়াংশ মানুষই মনে করেন, দেশটির পুলিশ তাদের ওপর পক্ষপাত মূলক আচরণ করে। ভারতীয় ও চীনা বংশোদ্ভূত অর্ধেক মানুষের মধ্যেই এ ধারণা পোষণ করেন। তবে ভুক্তভোগীদের বেশিরভাগই সমস্যাতটিকে প্রথাগত মনে করেন না বলেও জরিপে দেখা গেছে। এতে দেখা যায়, সংখ্যািলঘু সম্প্রদায়ের ৬৪ শতাংশ মানুষ একমত হয়েছেন যে পুলিশ সামগ্রিকভাবে ভালো কাজ করছে।
জরিপটির ফলাফলের বিষয়ে ব্রিটেনের পুলিশ প্রধানদের সংগঠনের একজন মুখপাত্র (এনপিসিস) বলেছেন, তারা পুলিশের মধ্যে বর্ণগত বৈষম্য মোকাবিলায় কাজ করছেন।
তবে ওই জরিপের ফলাফলকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন লেবার পার্টির নেতা ফয়সল চৌধুরী।
লন্ডনে কর্মরত অভিবাসন আইনজীবী ও কলামিস্ট বিপ্লব কুমার পোদ্দার বলেন, পুলিশের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের প্রতি পক্ষপাাতের যে অভিযোগ জরিপে উঠে এসেছে তা বর্ণবৈষম্যহীন সমাজ গঠনের প্রধান অন্তরায়। তিনি ব্রিটিশ পুলিশকে সংখ্যালঘু মানুষদের আস্থা অর্জনের আহ্বান জানান।