সবুজ সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুলাভাইয়ের বাড়ির পাশ থেকে শ্যালক নিজাম উদ্দিনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বশংকরপুর গ্রামে দুলাভাই শামছুল ইসলামের বাড়ির পাশের একটি কড়ই গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিজাম উদ্দিন সুনামগঞ্জের কালা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে দুলাভাই শামছুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কড়ই গাছে স্থানীয় লোকজন নিজামের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার এসআই হযরত আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহত নিজাম উদ্দিনের লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা বলেছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।