সবুজ সিলেট ডেস্ক::
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদ্রাসার পেছন থেকে হাসিব শেখ (১০) নামে এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হাসিব শেখ মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন রহমাতিয়া শিশু সদনের নজরানা বিভাগের ছাত্র ছিল। সে বারইখালী গ্রামের সোবাহন শেখের ছেলে।
হাসিব শেখের মা তাছলিমা বেগম বলেন, ‘সকালে জানতে পারি আমার ছেলের লাশ বাগানে পড়ে আছে। গিয়ে দেখি ছেলের কপালে আঘাতে জখম, পরনে লুঙ্গি নেই, জুতা দূরে ফেলানো।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন রহমাতিয়া শিশু সদনের মাত্র ১৫ গজ পেছনে তার লাশ পড়ে ছিল। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হলো সে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সবুজ সিলেট/০৬ডিসেম্বর/শামছুন নাহার রিমু