সবুজ সিলেট ডেস্ক
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক জমির উদ্দিন আহমদ।
তিনি আগামী ৩০ জানুয়ারি লাঙ্গল প্রতীক নিয়ে নৌকা, ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে জমির উদ্দিন আহমদকে গোলাপগঞ্জ পৌরসভার দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করেন।
দলীয় মনোনয়ন পেয়ে জমির উদ্দিন আহমদ বলেন, লাঙ্গল প্রতীক হলো পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতীক। এ প্রতীক গরিব- দুঃখী মেহনতি মানুষের প্রতীক। গোলাপগঞ্জের মানুষ আসন্ন পৌরসভা নির্বাচনে লাঙ্গল প্রতীককে বিপুল ভোটে জয় লাভ করবে বলে তিনি মনে করেন।
সবুজ সিলেট/ হাসান