স্টাফ রিপোর্টার
সিলেটের বড়শালা হতে চুরি হওয়া মোটরসাইকেল নাজির বাজার থেকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা। সোমবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে পালসার নামের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
এতে বলা হয়, গত ২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩টা থেকে ৪ টার মধ্যে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা থানাধীন বড়শালা এলাকা থেকে সিলেট-ল-১১-৮৬১০ রেজিস্ট্রেশন নাম্বারের একটি পালসার নামের মোটরসাইকেল চুরি হয়।
পরে মোটরসাইকেল মালিক রফিক মিয়া বাদি হয়ে গত ৪ ডিসেম্বর (শুক্রবার) এয়ারপোর্ট থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্ত করে এবং তাকে আটক করে আদালতে সোপর্দ করেন।
আটককৃত ব্যক্তি মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার মুহিদ আলীর ছেলে কয়েস আহমদ তালুকদার।
এতে আরও বলা হয়, চুরির ঘটনায় আটক হওয়া জড়িত কয়েসকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক সোমবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নাজির বাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর জব্দ করেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে আছে।
সবুজ সিলেট/ কাওছার