সবুজ সিলেট ডেস্ক::
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আবুল বাশার (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জাজাঙ্গাল এলাকার নিম্বাক আশ্রমের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবুল বাশার লক্ষীপুর সদর উপজেলার চাঁন খালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (১৮ জানুয়ারি) জানান, আটক যুবক জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট সিলেট শহরে এনে মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। পরে তাকে মির্জাজাঙ্গাল এলাকার নিম্বাক আশ্রমের পাশ থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সবুজ সিলেট / ১৮ জানুয়ারি/ শামছুন নাহার রিমু